প্রশ্ন
কখনো কখনো মাসবুক হলে শেষ বৈঠকে তা স্মরণ থাকে না। ভুলে ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলি। প্রথম সালাম ফিরিয়ে নেওয়ার পর মাসবুক হওয়ার বিষয়টি মনে পড়ে। এক্ষেত্রে কি আমার নামায ভেঙে যাবে। আর যদি না ভাঙে, তাহলে কি সাহু সিজদা ওয়াজিব হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামায ভাঙে না। তবে এক্ষেত্রে মাসবুকের সালাম যদি ইমামের সালামের পর হয় (আর সাধারণত এমনটিই হয়ে থাকে) তাহলে তার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে। সুতরাং এক্ষেত্রে নামায শেষে সাহু সিজদা করতে হবে। আর যদি মাসবুকের সালাম ইমামের সালামের সঙ্গেই হয়, তাহলে এক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হবে না।
-মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ৩৫১১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৪; ফাতাওয়া খানিয়া ১/১০১; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ১/৩৫৮; আদ্দুররুল মুখতার ১/৫৯৯; রদ্দুল মুহতার ১/৫৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/27500/article-details.html