প্রশ্ন
মসজিদের নিচ তলায় জায়গা না থাকায় আমরা কয়েকজন মুসল্লী আসরের নামাযের সময় মসজিদের দ্বিতীয় তলায় জামাতে দাঁড়াই। চতুর্থ রাকাতে ইমাম সাহেব সিজদা থেকে ওঠার পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখন আমরা তাশাহহুদ, দরুদ শরীফ, দুআ মাসূরা পড়ে নিজে নিজেই সালাম ফিরিয়ে ফেলি। আমরা সালাম ফিরানোর পরপরই বিদ্যুৎ চলে আসে এবং আমরা তখন ইমাম সাহেবের সালাম ফিরানোর আওয়াজ শুনতে পাই। মুহতারামের কাছে জানতে চাই, উক্ত অবস্থায় ইমামের আগে সালাম ফিরানোর কারণে কি আমাদের নামায নষ্ট হয়ে গেছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা যদিও ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু যেহেতু ইমামের তাশাহহুদ পরিমাণ বসার পরই সালাম ফিরিয়েছেন তাই আপনাদের ঐ দিনের আসরের নামায সহিহ হয়ে গিয়েছে। ওযর বশত এমনটি হওয়ার কারণে নামায মাকরূহও হয়নি।
-আলবাহরুর রায়েক ১/৩৭৭; ফাতাওয়া খানিয়া ১/১০২; কিতাবুল হুজ্জাহ ১/১৬৯; আলজাওহারাতুন নাইয়িরাহ ১/৬৪; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/27471/article-details.html