প্রশ্ন
আমার চাচাতো ভাইয়ের চোখে ফুসকুড়ি ওঠে। গ্রামে প্রচলিত আছে বুকের দুধ দিলে জ্বালাপোড়া কমে। তাই জ্বালাপোড়া কমানোর জন্য পাশের বাড়ির এক মহিলা থেকে তার চোখে দেয়ার জন্য একটি ছোট পাত্রে ৭/৮ ফোঁটা বুকের দুধ আনা হয়। ঘটনাক্রমে ঐ পাত্র থেকে দুধটুকু অসুস্থ তার দেড় বছরের ভাগ্নী খেয়ে ফেলে। জানার বিষয় হল, পাত্র থেকে এতটুকু দুধ পান করার কারণে দুধসম্পর্ক সাব্যস্ত হবে কি না? ঐ মেয়ে বড় হলে তার ছেলেদের সাথে দেখা দিতে পারবে কি না?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
দুই বছরের ভেতর বুকের দুধ অল্প পান করলেও দুধ সম্পর্কের হুকুম সাব্যস্ত হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ মহিলার সাথে ছেলেটির ভাগ্নীর দুধ সম্পর্ক স্থাপিত হয়ে গেছে। কারণ ৭/৮ ফোঁটা দুধ পান করলে তা পেটে চলে যাওয়াই স্বাভাবিক।
মুজাহিদ (রাহ.) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণনা করেন-
يُحَرِّمُ قَلِيلُ الرّضَاعِ كَمَا يُحَرِّمُ كَثِيرُهُ.
বেশি পান করলে যেমনিভাবে দুগ্ধ সম্পর্ক স্থাপিত হয় অল্প পান করলেও তেমনিভাবে দুগ্ধ সম্পর্ক স্থাপিত হয়। (মুসন্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ১৭৩১২)
তাই ঐ মেয়েটি তার দুধমার ছেলের সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে।
-মুখতারাতুন নাওয়াযিল ২/৮৯; খিযানাতুল আকমাল ১/৪১৭; খুলাসাতুল ফাতাওয়া ২/১১; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬১; আলহাবিল কুদসী ১/৩৭৭; এলাউস সুনান ১১/১১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27386&preview=true