প্রশ্ন
নামাযের মধ্যে সূরা ফাতিহা পড়ার পর আমি অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে থাকি। আমি জানি এটা পড়া সুন্নত। কিন্তু কিছুদিন পূর্বে একজন আলেম থেকে শুনলাম, সূরা ফাতিহার পর অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত নয়। তাই আমি হযরতের কাছে সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে সূরা ফাতিহার পর অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। প্রশ্নোক্ত ক্ষেত্রে যিনি বলেছেন বিসমিল্লাহ পড়া সুন্নত নয় তিনি হয়ত সুন্নতে মুআক্কাদা হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। কিন্তু এক্ষেত্রে বিসমিল্লাহ বলা أحسن তথা উত্তম হওয়ার বিষয়টি ফিকহের নির্ভরযোগ্য কিতাবাদীতে উল্লেখ আছে। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়ার বিষয়টি প্রমাণিত রয়েছে। নাফে (রাহ.) ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন-
أَنّهُ كَانَ إذَا افْتَتَحَ الصّلاَةَ قَرَأَ : بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ، فَإِذَا فَرَغَ مِنَ الْحَمْدِ قَرَأَ : بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ.
তিনি সূরা ফাতিহা যখন শুরু করতেন তখন বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তেন এবং যখন ফাতিহা শেষ করতেন তখনও বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৪১৭৮)
-আলমাবসূত, সারাখসী ১/১৬; ফাতহুল কাদীর ১/২৫৫; হালবাতুল মুজাল্লী ২/১৩১; আযযাখীরাতুল বুরহানিয়া ২/৩২; এলাউস সুনান ২/২২২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27347&preview=true