প্রশ্ন
আমার স্বামী ঢাকায় থেকে চাকরি করেন। আর আমি গ্রামের বাড়িতে থাকি। তিনি সপ্তাহে একদিন বাড়িতে আসেন। বর্তমানে আমি গর্ভবতী। আমি শারিরীকভাবে খুবেই দুর্বল। আমার এলার্জী, ঠান্ডা ও কাশির সমস্যা আছে। রাতে গরম পানি দিয়ে গোসল করাও আমার জন্য কষ্টকর। তাই ফজরের নামায কাযা হওয়ার আশঙ্কায় আমরা সহবাস করা থেকে বিরত থাকি। আর দিনের বেলা গরম পানি দিয়ে একাধিকবার গোসল করলে শারীরিক ক্ষতি ও রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এসব বিষয় নিয়ে আমাদের মাঝে মনোমালিন্য হচ্ছে। এমতাবস্থায় আমার জন্য কী করণীয়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে গোসল করার দ্বারা অসুস্থতা ও শারীরিক ক্ষতির আশংকা প্রবল হলে আপনার জন্য গোসলের পরিবর্তে তায়াম্মুম করে নামায পড়া জায়েয হবে। তবে যখন পানি ব্যবহার করলে শারীরিক সমস্যা হবে না তখন গোসল করে নিতে হবে।
-কিতাবুল আছল ১/৮৬, ১০৪; আলবাহরুর রায়েক ১/১৪১;আলমুহীতুল বুরহানী ১/৩১২; শরহুল মুনয়া, পৃ. ৬৫; খিযানাতুল আকমাল ১/৩৯; নাফউল মুফতী ওয়াস সাইল, পৃ. ৩৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27326&preview=true