প্রশ্ন
আমার বাবা-মা গ্রামে থাকতেন। আর আমরা দুই ভাই চাকরি সূত্রে ঢাকা থাকি। সপ্তাহ খানেক আগে আমার বাবা ইন্তিকাল করেন। এখন আমার আম্মু গ্রামে একা আছেন। সেখানে আামাদের অন্য কোনো আত্মীয়ও নেই। তাই আমার আম্মুর জন্য গ্রামে থেকে ইদ্দত পালন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি অনেক ভয় পাচ্ছেন একা থেকে। কখনো কখনো ভয়ে অজ্ঞান হয়ে পড়ছেন। আমাদেরও অফিস থেকে ছুটি নেই যে, গিয়ে আম্মুর সাথে থাকব। এমতাবস্থায় কি আম্মুকে আমাদের বাসায় এনে রাখার কোনো সুযোগ আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় স্বামীর মৃত্যুতে স্ত্রীর জন্য স্বামীর বাড়িতেই ইদ্দত পালন করা জরুরি। বিশেষ ওজর ছাড়া অন্য কোথাও ইদ্দত পালন করা জায়েয নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা তালাকের প্রথম আয়াতে ইরশাদ করেছেন-
لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُیُوْتِهِنَّ وَ لَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ.
তাদেরকে (ইদ্দতরত মহিলাকে) তাদের ঘর থেকে বের করে দিও না। আর তারা নিজেরাও যেন বের না হয়। যদি না তারা কোনো প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। (সূরা তালাক, আয়াত: ০১)
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মায়ের ওযরটি যেহেতু যথাযথ এবং সে কারণে স্বামীগৃহে থাকা তার জন্য যেহেতু কঠিন হয়ে পড়েছে, তাই তাকে গ্রামের বাড়ি থেকে অন্যত্র নিয়ে আসার সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা ও খেদমতের সুবিধার্থে যেখানেই তিনি স্থানান্তরিত হবেন সেখানেই ইদ্দত পূর্ণ করবেন।
-শরহু মাআনিল আছার, তহাবী, বর্ণনা ৪৬০০; কিতাবুল আছার, বর্ণনা ৫০৭; আলমাবসূত, সারাখসী ৬/৩৪; ফাতাওয়া খানিয়া ১/৫৫৩; বাদায়েউস সানায়ে ৩/৩২৬; আলবাহরুর রায়েক ৪/১৫৪; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৯; আদ্দুররুল মুখতার ৩/৫৩৬, ৫৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27317&preview=true