প্রশ্ন
সুবহে সাদিক থেকে ফজরের নামায পড়া পর্যন্ত সময়ের মধ্যে কি কোনো নফল নামায পড়া যাবে? দয়া করে দলিলসহ জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল নামায পড়া নিষেধ। এব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। হযরত হাফসা (রা.) বলেন-
كَانَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا طَلَعَ الْفَجْرُ، لَا يُصَلِّي إِلَّا رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ.
যখন ফজর উদিত হত, তখন রাসূল (সা.) শুধু ফজরের দুই রাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সূরা দিয়ে) পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭২৩)
হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন-
لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَيِ الْفَجْرِ.
সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামায পড়া যাবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৪৭৫৭)
হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব (রাহ.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
لَا صَلَاةَ بَعْدَ النِّدَاءِ إِلّا رَكْعَتَيِ الْفَجْرِ.
(ফজরের) আযানের পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামায নেই। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৪৭৫৬)
হযরত হাসান বসরী, মুহাম্মাদ ইবনে সীরীন, আতা (রাহ.) প্রমুখ তাবেয়ীগণও একই কথা বলেছেন। (দ্র. মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৬৪১০; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৪৭৫৩)
-তাবয়ীনুল হাকায়েক ১/২৩৪; আলমুহীতুল বুরহানী ২/১০; ফাতহুল কাদীর ১/২০৮-৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৮; আদ্দুররুল মুখতার ১/৩৭৫; শরহুল মুনইয়া, পৃ. ২৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27315&preview=true