প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ঈদগাহে ঈদের নামায পড়ার সময় একটি কবুতর এসে আমার গায়ে বিষ্ঠা ছেড়ে দেয়। উক্ত অবস্থায়ই আমি নামায শেষ করি। তাই আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, আপনার ঈদের নামায সহিহ হয়েছে। কেননা কবুতর ও এধরনের হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। তাই উক্ত অবস্থায় ঈদের নামায সম্পন্ন করা সহিহ হয়েছে।
প্রকাশ থাকে যে, কবুতরের বিষ্ঠা নাপাক না হলেও এধরনের ময়লা নামাযের আগে লাগলে এবং তা ধোয়া সম্ভব হলে ধুয়ে নেওয়াই উচিত।
-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৬১, ১২৬৪; আলবাহরুর রায়েক ১/২৩০; আদ্দুররুল মুখতার ১/৩২০; আলমুহীতুল বুরহানী ১/৩৬৪; বাদায়েউস সানায়ে ১/১৯৭; শরহুল মুনইয়া, পৃ. ১৪৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27314&preview=true