প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি রাস্তা অতিক্রম করার সময় গাড়ির সাথে এক্সিডেন্ট করে আমার হাত ভেঙে গেছে। পরে হাসপাতালে গেলে ডাক্তার আমার হাতে প্লাস্টার লাগিয়ে দেয়। এখন আমি জানতে চাচ্ছি যে, আমি কিভাবে ওযু করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত অবস্থায় সম্ভব হলে ওযুর জন্য আপনি সকল অঙ্গ স্বাভাবিক পদ্ধতিতেই ধুবেন আর প্লাস্টার করা হাত মাসেহ করে নেবেন। আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
مَنْ كَانَ بِهِ جُرْحٌ مَعْصُوبٌ فَخَشِيَ عَلَيْهِ الْعَنَتَ، فَلْيَمْسَحْ مَا حَوْلَهُ، وَلاَ يَغْسِلْهُ.
অর্থাৎ ব্যান্ডেজের উপর অযু করতে কারো ক্ষতির অশংকা হলে সে ঐ জায়গাটি না ধুয়ে মাসেহ করে নেবে। (মুসান্নাফে ইবেন আবী শাইবা, বর্ণনা: ১৪৫৮)
-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৬১৮, ৬২৫; কিতাবুল আছল ১/৪২; আলমাবসূত, সারাখসী ১/৭৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৪১; ফাতহুল কাদীর ১/১৪০;আলমুহীতুল বুরহানী ১/৩৬০; রদ্দুল মুহতার ১/২৭৮; শরহুল মুনইয়া, পৃ. ১১৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27286&preview=true