প্রশ্ন
একবার আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়িতে গিয়েছিলেন। তখন এক মুরুব্বী ইমামতি করেছিলেন। তিনি তাকবীরে তাহরীমা থেকে শুরু করে প্রত্যেকটি তাকবীরেই الله أكبر এর বা-কে টেনে টেনে উচ্চারণ করেন।তো আমার জানার বিষয় হলো, এভাবে তাকবীর পড়ার কারণে কি আমাদের নামাযে কোনো সমস্যা হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযের মধ্যে الله أكبر -এর বা-কে টেনে الله أكبار উচ্চারণ করা নিষেধ। এমনটি করলে কারো কারো মতে নামায নষ্ট হয়ে যায়। তাই ইমাম ও সাধারণ মুসল্লী সকলকেই এর উচ্চারণ শুদ্ধ করে নিতে হবে। তবে কোনো কোনো ফকীহের মতে ঐভাবে উচ্চারণ করা ভুল হলেও এর কারণে নামায নষ্ট হয় না।
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের ঐদিনের নামাযগুলো আদায় হয়ে গেছে। তবে সামনে থেকে অবশ্যই এমন কাউকে ইমাম বানাবেন, যিনি নামাযের আহকাম সম্পর্কে অবগত এবং তাকবীর, তাসবীহ ও তিলাওয়াতের বিশুদ্ধতার ব্যাপারে সতর্ক ও সক্ষম।
-আলবাহরুর রায়েক ১/৩১৪; খুলাসাতুল ফাতাওয়া ১/৮৩; হালবাতুল মুজাল্লী ২/১৪; ফাতাওয়া বাযযাযিয়া ১/৩৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৩১০; শরহুল মুনইয়া, পৃ. ২৬০; আসসেআয়া ২/১৫১; রদ্দুল মুহতার ১/৪৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27276&preview=true