প্রশ্ন
কিছুদির আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, শাওয়াল মাসে উমরা করলে তার উপর হজ্ব ফরয হয়ে যায়। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কাবা শরিফ দেখা বা হজ্বের মাসে মক্কায় অবস্থান করার সাথে হজ্ব ফরয হওয়ার কোনো সম্পর্ক নেই। বরং হজ্ব ফরয হওয়ার জন্য নির্দিষ্ট শর্ত আছে। সেগুলো পাওয়া গেলে হজ্ব ফরয হবে। অন্যথায় নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا
‘সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্জ করা ফরজ।’ [সূরা আলে ইমরান, আয়াত: ৯৭]
সামর্থ্য বলতে হজ্ব ফরজ হওয়ার জন্য হজ্বে যাওয়ার আর্থিক সামর্থ্য এবং হজ্ব চলাকালীন পারিবারিক ব্যয় নির্বাহের ক্ষমতা থাকা জরুরি। পাশাপাশি অন্যান্য কোনো প্রতিবন্ধকতা না থাকে, হজ্বের সমস্ত আহকাম পালন করা পর্যন্ত সেখানে থাকার ব্যবস্থাও থাকে এবং রাষ্ট্রীয়ভাবে হজ্ব পালনে কোনো বাঁধা না থাকে তাহলে তার উপর হজ্ব ফরজ হয়ে যাবে। অন্যথায় হজ্ব ফরয হবে না।
ইরশাদুস সারী ইলা মানাসিকি মুল্লা আলী আলকারী, পৃ. ৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/27257/article-details.html