প্রশ্ন
যারা যৌনকর্মী তারা মারা গেলে লাশ পানিতে ভাসিয়ে দিতে হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ব্যভিচার মারাত্মক পর্যায়ের কবীরা গুনাহে অন্তর্ভুক্ত। কেউ যদি উক্ত কাজকে পেশা বানিয়ে নেয় তাহলে তা তো আরো ভয়াবহ পর্যায়ের কবীরা গুনাহের কাজ। তা সত্ত্বেও কেউ যদি একে পেশা বানিয়ে নেয় তাহলে সে মারা গেলে যদি মুসলমান হয়ে থাকে তাহলে অন্যান্য মুসলমানদের ন্যায় কাফন পরিয়ে তাকে জানাযা দিতে হবে এবং তাকে দাফন করতে হবে। তবে তার জানাযা বড় কোনো আলেম পড়াবে না এবং জানাযায় শরিকও হবে না। যেন ভবিষ্যতে অন্যরা তা দেখে শিক্ষা গ্রহণ করে এবং এধরনের কাজ থেকে বিরত থাকে। হাদিস শরিফে এসেছে,
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاعْتَرَفَ بِالزِّنَا فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ اعْتَرَفَ، فَأَعْرَضَ عَنْهُ، حَتَّى شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «أَبِكَ جُنُونٌ»، قَالَ: لَا، قَالَ: «أَحْصَنْتَ؟»، قَالَ: نَعَمْ، قَالَ: فَأَمَرَ بِهِ، فَرُجِمَ بِالمُصَلَّى، فَلَمَّا أَذْلَقَتْهُ الحِجَارَةُ فَرَّ، فَأُدْرِكَ، فَرُجِمَ حَتَّى مَاتَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَيْرًا، وَلَمْ يُصَلِّ عَلَيْهِ
‘জাবের ইবনে আবদুল্লাহ (রা.) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম বংশের একজন লোক এসে ব্যভিচারের স্বীকারোক্তি করে। তিনি তার সামনে থেকে মুখ সরিয়ে নিলেন। সে পুনরায় তার পাপ কর্মের স্বীকারোক্তি করে। পুনরায় তিনি তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নিলেন। এমনিভাবে সে তার নিজের বিরুদ্ধে চারবার সাক্ষ্য প্রদান করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি পাগল নাকি? সে বলল, না। তিনি প্রশ্ন করেনঃ তুমি কি বিবাহিত? সে বলল, হ্যাঁ। তিনি তার ব্যাপারে রায় দিলেন এবং সে মোতাবিক তাকে ঈদগাহের ময়দানে নিয়ে রজম (পাথর মেরে হত্যা) করা হল। পাথরের আঘাতে জর্জরিত হয়ে সে পালাতে থাকলে তাকে আটক করে রজম (পাথর মেরে হত্যা) করা হয়। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাল কথা বলেছেন (তার প্রশংসা করেছেন)। কিন্তু তিনি নিজে তার জানাযার নামায আদায় করেননি।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৪২৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/27133/article-details.html