প্রশ্ন
আমি একদিন একাকী আসরের নামায আদায় করছিলাম। তখন প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে যাই এবং নামায শেষে সাহু সিজদা আদায় করে নেই। তো আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
উক্ত নামায পুনরায় পড়তে হবে না। কেননা প্রথম বৈঠক ভুলে ছেড়ে দেওয়ার কারণে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল, যা আপনি আদায় করেছেন; তাই আপনার নামায নিয়ম মতই আদায় হয়েছে। হাদিস শরিফে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন বুহায়না (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
إِنّ رَسُولَ الله صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ قَامَ مِنَ اثْنَتَيْنِ مِنَ الظّهْرِ لَمْ يَجْلِسْ بَيْنَهُمَا، فَلَمّا قَضَى صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمّ سَلّمَ بَعْدَ ذَلِكَ.
রাসূল (সা.) যোহরের নামাযে দ্বিতীয় রাকাতে বৈঠক না করেই দাঁড়িয়ে যান। অতঃপর নামায শেষে দুটি সিজদা করেন। তারপর সালাম ফেরান। (সহিহ বুখারি, হাদিস: ১২২৫)
-কিতাবুল আছল ১/১৯৩৬; তাবয়ীনুল হাকায়েক ১/৪৭৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৮; আলমুহীতুল বুরহানী ২/৩১৫; হালবাতুল মুজাল্লী ২/৪৩৫; মাজমাউল বাহরাইন, পৃ. ১৫০; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27069&preview=true