প্রশ্ন
ইমাম সাহেব মাগরিবের নামাযে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যান। মুক্তাদীরা পেছন থেকে লোকমা দিলে ইমাম সাহেব বসে যান। তারপর নামায শেষে সাহু-সিজদা করেন। নামাযের পরে কয়েকজন মুসল্লি বলল, ইমাম সাহেবের দাঁড়ানো থেকে বসে যাওয়াটা ঠিক হয়নি। এতে নামায নষ্ট হয়ে গেছে। আমি জানতে চাচ্ছি, আসলেই কি আমাদের ওই নামায নষ্ট হয়ে গেছে, নাকি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত অবস্থায় ইমামের বসে যাওয়ার কারণে নামায নষ্ট হয়নি; বরং দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। আর ইমাম সাহেব যেহেতু নামায শেষে সাহু সিজদা করেছেন তাই আপনাদের নামায সহিহ হয়ে গিয়েছে। তবে, ইমাম সাহেব প্রথম বৈঠকে না করে দাঁড়িয়ে যাওয়ার পর মুক্তাদীদের লোকমা শুনে বসে যাওয়া উচিত হয়নি।
এক্ষেত্রে নিয়ম হল, ইমামের অনুসরণে মুক্তাদীরাও দাঁড়িয়ে যাবে এবং অবশিষ্ট নামায শেষ করে ইমামের সাথে সাহু সিজদা করবে।
হযরত মুগীরা ইবনে শোবা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-
إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ الرّكْعَتَيْنِ فَلَمْ يَسْتَتِمّ قَائِمًا فَلْيَجْلِسْ، فَإِذَا اسْتَتَمّ قَائِمًا فَلَا يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَيِ السّهْوِ.
যখন তোমাদের কেউ দ্বিতীয় রাকাতের পর না বসে দাঁড়িয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে পূর্ণভাবে না দাঁড়ায় সে বসে যাবে। আর যখন সে পূর্ণভাবে দাঁড়িয়ে যাবে তখন আর বসবে না এবং (নামায শেষে) দুটি সাহু সিজদা করে নেবে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১২০৮)
-আলবাহরুর রায়েক ২/১০১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪০২; ফাতহুল কাদীর ১/৪৪৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮৮; হালবাতুল মুজাল্লী ২/৪৪২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=27066&preview=true