প্রশ্ন
একটি বইয়ে পেলাম, ইবরাহীম (আ.) যখন হজ্বের ঘোষণা দিলেন তখন সকল সৃষ্টি লাব্বাইক বলেছে। যে একবার লাব্বাইক বলেছে সে একবার হজ্ব করবে, যে দুইবার বলেছে সে দুইবার। এভাবে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্ব করবে। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আলী (রা.) থেকে এ সম্পর্কে একটি রেওয়ায়েতের কথা লোখমুখে প্রচলিত আছে। কিন্তু এগুলো সবই ভিত্তিহীন। ইবনে আররাক (রহ.) জাল বর্ণনা বিষয়ক তাঁর কিতাবে বলেন,
وَمَنْ زَادَ فَبِحِسَابِ ذَلِكَ (ابْن الْأَشْعَث) فِي سنَنه الَّتِي وَضعهَا على آل الْبَيْت من حَدِيث عَليّ
‘এটি আহলে বাইতের নামে মুহাম্মাদ ইবনে আশআছের জালকৃত কিতাবের একটি বর্ণনা। এ বর্ণনাটি সে আলী (রা.)-এর নামে জাল করেছে।’ [তানযিহুশ শারইয়্যাহ ২/১৭২]
ইমাম শাওকানী (রহ.) তার কিতাবে লিখেন,
هُوَ مِنْ نُسْخَةِ مُحَمَّدِ بْنِ الأَشْعَثِ الَّتِي عامتها مناكير
‘উক্ত বর্ণনাটি মুহাম্মাদ ইবনে আশআছের কিতাব থেকে গৃহীত। যে কিতাবের অধিকাংশ বর্ণনাই জাল। [আলফাওয়ায়িদুল মাজমুআ পৃ. ১০৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/27039/article-details.html