প্রশ্ন
কিছু বাংলাদেশীদের দেখা যায় মক্কা মদীনায় গেলে মাগরিবের আযানের পর দুই রাকাত নফল নামায পড়ে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে তাদেরকে উক্ত নামায পড়া থেকে বাধা দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মাগরিবের আগে দুই রাকাত নফল নামাজ পড়ার বিশেষ কোন ফযিলত হাদিসে বর্ণিত হয়নি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামায পড়েছেন- এরকম স্পষ্ট কোনো সহীহ বর্ণনা নেই। তবে কিছু বর্ণনা থেকে বুঝায় কিছু কিছু সাহাবায়ে কেরাম পড়তেন। হাদিস শরিফে এসেছে,
عن عبد الله المزني، قال: قال رسولُ الله صلى الله عليه وسلم: “صَلُّوا قَبلَ المغرِبِ ركعتينِ”، ثم قال: “صَلُّوا قبلَ المغربِ رَكعتينِ لمن شاء” خشية أن يتَّخذها الناسُ سُنة
‘তোমরা মাগরিবের পূর্বে দু’ রাক’আত নামায আদায় করো। তিনি দু’ বার এরূপ বললেন। অতঃপর বললেন, যার ইচ্ছা হয়। এ আশংকায় যে, লোকেরা হয়ত এটাকে সুন্নাত বানিয়ে নিবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১২৮১]
এ হাদিস থেকে বুঝা যাচ্ছে, এটা রাসূল (সা.)-এর আমল ছিল না। আরেক হাদিসে এসেছে,
عَنْ طَاوُسٍ، قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ عَنِ الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ، فَقَالَ: مَا رَأَيْتُ أَحَدًا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يُصَلِّيهِمَا
‘তাঊস (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইবনু ’উমার রাযিয়াল্লাহু ’আনহুমা-কে মাগরিবের পূর্বে দু’ রাক’আত সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আমি কাউকে এ সালাত আদায় করতে দেখিনি। তবে ’আসরের পরে দু’ রাক’আত সালাত আদায়ের অনুমতি আছে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১২৮৪]
তবে যদি ইমাম সাহেব জামাত শুরু করতে বিলম্ব করেন আর এই সুযোগে কেউ দুই রাকাত পড়তে পারে তাহলে চাইলে পড়া যাবে। এক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাবে না।
তাবয়ীনুল হাকায়েক ১/৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26967/article-details.html