প্রশ্ন
একদিন কাবলাল জুমআ ৪ রাকাত পড়া অবস্থায় ইমাম সাহেব খুতবা শুরু করেন। আমি তখন তৃতীয় রাকাতে ছিলাম। করণীয় স্থির করতে না পেরে তাৎক্ষণিক বসে সালাম ফিরিয়ে ফেলি। পরবর্তীতে পুনরায় এই নামায পড়ি। জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার করণীয় কী ছিল?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
খুতবা শোনা ওয়াজিব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন,
إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ
‘জুমার দিন খুতবার সময় যদি তুমি অন্য কাউকে চুপ করতে বল, তাহলেও তুমি অনর্থক কাজ করলে।’ [সহিহ বুখারি, হাদিস: ৯৩৪]
কারো যদি তৃতীয় রাকাতে থাকাবস্থায় খুতবা শুরু হয় সেক্ষেত্রে নিয়ম হল, ছোট কেরাত দিয়ে চার রাকাত সমাপ্ত করবে।
শরহুল মুনইয়া, পৃ. ২৪২; রদ্দুল মুহতার ২/৫৩, ১৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26933/article-details.html