প্রশ্ন
তেলাওয়াত চলাকালে আযান দিলে তেলাওয়াত বন্ধ করে আযানের জবাব দিবে নাকি তেলাওয়াত চালিয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আযানের জবাব দেওয়া মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِذَا سَمِعْتُمْ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ
‘তোমরা যখন আযান শুনবে তখন মুআযযিন যা বলবে তোমরাও তা বলবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৬১১]
কাজেই আযান শুরু হলে তেলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেওয়া উত্তম। তবে তেলাওয়াত চালিয়ে গেলেও কোনো সমস্যা হবে না।
হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26931/article-details.html