প্রশ্ন
এক ব্যক্তির টাকার প্রয়োজন হওয়ায় তার সাথে আমি এভাবে ভিন্ন ভিন্ন ভাবে দুটি চুক্তি করি, প্রথম চুক্তিতে তার কাছ থেকে আমি তার মালিকানাধীন একটি স্পেস ১ লক্ষ দিয়ে ভাড়া নেই এবং তাৎক্ষণিক টাকা পরিশোধ করি। দ্বিতীয় চুক্তিতে তার কাছে সেই স্পেস ভাড়া দেই ১ লক্ষ ৫০ হাজারে। জানতে চাচ্ছি, এই চুক্তি কি সঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লেখিত চুক্তিটি সুদ গ্রহণের ক্ষেত্রে একটি কৌশল মাত্র। কারণ ভাড়া গ্রহীতা মালিকের কাছেই আবার ভাড়া দিতে পারে না। শরিয়তের দৃষ্টিতে এটা বৈধ নয়। ফাযালাহ ইবুন উবাইদ (রা.) বলেন-
كُلُّ قَرْضٍ جَرَّ مَنْفَعَةً فَهُوَ وَجْهٌ مِنْ وُجُوهِ الرِّبَا
‘যে ঋণ থেকে ঋণদাতা উপকৃত হয় তা সুদের একটি প্রকার।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ১১২৫২]
কাজেই উক্ত চুক্তি ভেঙ্গে দিতে হবে এবং অতিরিক্ত অর্থ মালিককে ফিরিয়ে দিতে হবে।
দুরারুল হুক্কাম শরহু মাজাল্লাতিল আহকাম ১/৬৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/26855/article-details.html