প্রশ্ন
আমি আসরের নামাযের সময় ওযু করে মসজিদে প্রবেশ করে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। আমি ঐ রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়া করে দাঁড়িয়ে তাকবীর বলে রুকুতে চলে যাই। তখন আমি তাকবীর বলার সময় হাত উঠাতে ভুলে যাই। এখন আমার জানার বিষয় হল, তাকবীরে তাহরীমা বলার সময় হাত না উঠানোর কারণে কি আমার নামাযে কোনো সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
নামাযে তাকবীরে তাহরীমা বলা ফরয। আর এ সময় কান পর্যন্ত হাত উঠানো সুন্নত। তাকবীর বলার সময় হাত না উঠালেও কোনো সমস্যা নেই। নামায হয়ে যায়। তাই আপনার উক্ত নামায সহিহ হয়েছে।
উল্লেখ্য, নামাযে যাওয়ার সময় তাড়াহুড়া করা বা দৌড়ে যাওয়া উচিত নয়। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-
إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ، فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ، عَلَيْكُمُ السّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمّوا.
নামাযের ইকামত হয়ে গেলে তোমরা দৌড়ে এসো না; বরং হেঁটে হেঁটে আসবে। তোমাদের উচিত, শান্তভাবে, স্বাভাবিক গতিতে আসা। তারপর যতটুকু ইমামের সাথে পাবে তা আদায় করবে। আর যা ছুটে যাবে ইমামের সালামের পর আদায় করবে। (সহিহ বুখারি, হাদিস: ৯০৮)
-আলমুহীতুল বুরহানী ২/৩০; আদ্দুররুল মুখতার ১/৪৭৪; বাদায়েউস সানায়ে ১/৪৬৫; আলবাহরুর রায়েক ১/৩০২; ফাতহুল কাদীর ১/২৪৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৭৩; শরহুল মুনইয়া, পৃ. ২৯৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26811&preview=true