প্রশ্ন
আমি একটি মুরগির দোকানের কর্মচারী। আমাদের দোকানে মাঝে মাঝে বড় অর্ডার আসে। একসাথে ১০০ বা তার বেশি মুরগি জবাই করে বিক্রি করতে হয়। তখন আমি প্রথম কয়েকটি মুরগি জবাই করার সময় বিসমিল্লাহ বলে বাকি গুলো বিসমিল্লাহ বলা ছাড়াই জবা্ই করি। এখন আমার জানার বিষয় হলো, আমার এভাবে জবাই করা কি ঠিক আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, আপনার এভাবে জবাই করা সঠিক নয়। একাধিক মুরগি বা পশু জবাই করলেও প্রত্যেকটির জন্য পৃথক পৃথক ‘বিসমিল্লাহ’ বলা জরুরি। অন্যথায় যে পশুর জবাইয়ের পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা হবে না, সেই পশুর জবাই সহিহ হবে না এবং তা খাওয়া হালাল হবে না।
উল্লেখ্য, হালাল-হারামের মত স্পর্শকাতর বিষয়ে নিজের ধারণা অনুযায়ী কাজ করা অন্যায়। এসব ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য আলেম থেকে মাসআলা জেনে নেওয়া আবশ্যক। বিশেষ করে বিভিন্ন পেশার সাথে জড়িত ব্যক্তিদের তৎসংক্রান্ত মাসায়েল জেনে নেওয়া খুবই জরুরি।
-কিতাবুল আছল ৫/৩৯৮; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৫৩; আলমুহীতুল বুরহানী ৮/৪৫২; রদ্দুল মুহতার ৬/৩০২; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ৩/৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26797&preview=true