প্রশ্ন
আলহামদুলিল্লাহ, বুঝ হওয়ার পর থেকে আমি কখনো রোযা ভাঙিনি। এই রমযানে আমার ছোট বোন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাই আমি তাকে এক ব্যাগ রক্ত দেই। তখন এক ব্যক্তি আমাকে বলল, রক্ত বের হলে যেমন ওযু ভেঙে যায়, তেমনি রোযাও ভেঙে যায়। কিন্তু আমি সেদিনের রোযা ভাঙিনি। আমার জানার বিষয় হলো, রক্ত দিলে কি রোযা ভেঙে যায়?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, রক্ত দিলে রোযার কোনো ক্ষতি হয় না। তাই আপনার উক্ত রোযা নষ্ট হয়নি। তা সহিহভাবে আদায় হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
احْتَجَمَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَهُوَ صَائِمٌ.
রাসূল (সা.) রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৯৩৯)
প্রকাশ থাকে যে, রোযা অবস্থায় রক্ত দিলে দুর্বল হয়ে পড়া এবং রোযা রাখতে বেশি কষ্ট হওয়ার আশঙ্কা হলে বেশি ওজর ছাড়া রক্ত দেয়া মাকরূহ হবে। অবশ্য এমন আশঙ্কা না থাকলে রক্ত দিতে অসুবিধা নেই।
-কিতাবুল আছল ২/১৪৬; ফাতাওয়া খানিয়া ১/২০৮; তাবয়ীনুল শরহু মুখতাসারিত তাহাবী ২/৪৩৭; রদ্দুল মুহতার ২/৩৯৬; হাকায়েক ২/২৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26778&preview=true