প্রশ্ন
গত রমযানে একদিন ওযু করার সময় ভুলে পানি পান করে ফেলি। তখন আমি রোযা ভেঙে গেছে মনে করে দিনের বাকি সময় স্বাভাবিক পানাহার করি। তো ইচ্ছাকৃত পানাহার করার কারণে কি আমার উপর ঐ রোযার কাযা-কাফ্ফারা উভয়টি আদায় করতে হবে নাকি শুধু কাযা্ আদায় করলেই হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
রোযা রেখে ভুলে কিছু খেলে বা পান করলে রোযা ভাঙে না। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, (সা.) বলেছেন-
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ، فَلْيُتِمّ صَوْمَهُ، فَإِنّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ.
যখন কেউ ভুলে পানাহার করে ফেলে, সে যেন তার রোযা পূর্ণ করে। কেননা আল্লাহ তাআলাই তাকে পানাহার করিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ১৯৩৩)
তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথমে ভুলে পানি পান করার পর আপনার রোযা বহাল ছিল। পরে ইচ্ছাকৃত পানাহারের কারণে আপনার রোযা ভেঙে গিয়েছে। তাই আপনাকে ওই দিনের জন্য একটি রোযা কাযা করতে হবে। কিন্তু কোনো কাফফারা আদায় করতে হবে না। আর উক্ত ভুলের কারণে আল্লাহ তাআলার নিকট তাওবা-ইস্তিগফার করতে হবে।
-কিতাবুল আছল ২/১৫৫; বাদায়েউস সানায়ে ২/২৫৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২২৪; রদ্দুল মুহতার ২/৪০৫; খিযানাতুল আকমাল ১/৩০০; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৮; আলমুহীতুল বুররহানী ৩/৩৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26749&preview=true