প্রশ্ন
একবার আমি মসজিদে যাওয়ার পর দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। তখন আমি রুকু পাওয়ার জন্য সামনের কাতার ফাঁকা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি পিছনের কাতারে গিয়ে একা দাঁড়াই। নামায শেষে পাশের মুসল্লি আমাকে বললেন, সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। তাই আমি জানতে চাচ্ছি, পিছনের কাতারে একা নামায পড়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সামনের কাতারে ফাঁকা থাকলে পেছনের কাতারে দাঁড়ানো মাকরূহে তাহরীমী। তবে যদি সামনের কাতারে জায়গা খালি না থাকে, তাহলে একাকী পেছনের কাতারে দাঁড়াতে পারবে। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে সামনে ফাঁকা রেখে পিছনে একাকী দাঁড়ানো ঠিক হয়নি। মাকরূহ হয়েছে। হাদিসে এভাবে দাঁড়াতে নিষেধ করা হয়েছে।
হযরত আবু বাকরা (রা.) থেকে বর্ণিত-
أَنّهُ انْتَهَى إِلَى النّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنّبِيِّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فَقَالَ: زَادَكَ اللهُ حِرْصًا وَلاَ تَعُدْ.
তিনি (নামাযে এসে) নবীজী (সা.)-কে রুকু অবস্থায় পেলেন। তখন তিনি কাতারে পৌঁছার আগেই (নামাযে শরীক হলেন এবং) রুকুতে চলে গেলেন। নবীজী (মা.)-কে বিষয়টি জানালে তিনি তাকে বললেন, আল্লাহ তোমার আগ্রহ বৃদ্ধি করে দিন। তবে ভবিষ্যতে এরকম করো না। (সহিহ বুখারি, হাদিস: ৭৮৩)
-বাদায়েউস সানায়ে ১/৫১২; আদ্দুররুল মুখতার ১/৫৭০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৭; রদ্দুল মুহতার ১/৫৭০; হালবাতুল মুজাল্লী ২/৩০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26755/article-details.html