প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ৭ মাসের গর্ভবতী। আমি অনেক কষ্ট করে মাটিতে ভর করে উচু হয়ে নামায আদায় করি। আবার বৈঠকে বসতেও অনেক কষ্ট হয়। এখন আমি জানতে চাচ্ছি, আমি এভাবেই নামায আদায় করবো নাকি ইশারায় অথবা বসে নামায আদায় করবো?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মৌলিকভাবে সক্ষম ব্যক্তির নামাজের বিধান হলো তিনি দাঁড়িয়ে রুকু সেজদা করে নামাজ আদায় করবেন। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম, সে বসে বসে রুকু-সিজদার মাধ্যমে নামাজ পড়বে এবং সেজদার মধ্যে রুকুর তুলনায় সামান্য বেশি ঝুঁকবে। অন্যথায় নামাজ শুদ্ধ হবে না।
সেজদা করার জন্য কোনো বস্তু ওপরে তুলে সেটার ওপর সিজদা করার প্রয়োজন নেই। (সুনানে কুবরা, হাদিস: ৩৮১৯, মুসান্নাফে ইবনে আবি শায়বা ১/২৭৩)।
আমাদের সমাজের অনেক মুসল্লিকেই এমনটি করতে দেখান যায়, যে তারা টেবিল কিংবা বালিশের ওপর সেজাদা করেন। এটি শুদ্ধ নয়।
হাদিস শরিফে এসেছে, জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) একজন রোগী দেখতে গেলেন। তিনি তাকে একটি বালিশের ওপর সিজদা করতে দেখলেন। তিনি তা (বালিশ) নিয়ে সরিয়ে রাখেন। অতঃপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার ওপর সিজদার জন্য। রাসুল (সা.) তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন, তুমি সক্ষম হলে জমিনের ওপর সিজদা করবে অন্যথায় ইশারা করবে। আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকে আদায় করবে। (সুনানে বাইহাকি, শুআবুল ঈমান, হাদিস: ৩৪৮৪)
আর তাতেও যদি কেউ সক্ষম না হয় তাহলে তিনি শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন। পা কিবলার দিকে করে তাকে শোয়াতে হবে। মাথা সামান্য ওপরে তুলে শোয়াবে, যাতে চেহারা কিবলার দিকে হয়। এরপর ইশারা করে রুকু-সিজদা করবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/২৭৩)
গর্ভবতী নারীরাও স্বাভাবিক নিয়মে দাঁড়িয়ে রুকু সেজাদার মাধ্যমে নামাজ আদায় করবেন। সাধারণত যারা নিয়মিত নামাজ আদায় করেন তাদের এতে খুব একটা কষ্ট হয় না। তবে যদি কারও সেজদা দিতে কষ্ট হয় বা গর্ভস্থিত সন্তানের সমস্যা হতে পারে বলে মনে হয়, তাহলে তিনি বসে রুকু সেজদা আদায় করবেন। সেজদা দিতে কষ্ট হলে সম্ভব হলে হাত জমিনে রেখে তার ওপর সেজদা করবে। অন্যথায় হাত সামনে রেখে যতটুতু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সেজদা করবে।
(উল্লেখ্য, ইশারায় সেজদা করার সময় সামনে কোনো টেবিল, বালিশ বা অন্য কিছু রেখে তাতে সিজদা করবে না।) তাতেও সক্ষম না হলে, শুয়ে ইশারায় নামাজ আদায় করবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26755/article-details.html