প্রশ্ন
আমার দাদী আমলদার মানুষ। তিনি প্রতিদিন ফজরের নামাযের পরে দীর্ঘ সময় যিকির ও তাসবীহ আদায় করার পর ইশরাকের নামায পড়েন। তো গত ঈদের দিন তিনি ইশরাক পড়ার জন্য দাঁড়ালে আব্বু বলেন, ঈদের দিন ঈদের নামাযের আগে নফল নামায পড়া মাকরুহ। তখন দাদী বলেন, এই হুকুম শুধু পুরুষের জন্য। আমি জানতে চাচ্ছি, মহিলাদের জন্য ঈদের দিন ঈদের নামাযের আগে নফল নামায পড়ার বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঈদের দিন ঈদের নামাযের আগে নারী-পুরুষ সবার জন্যই নফল নামায পড়া মাকরূহ। মুহাম্মাদ ইবনে সীরীন (রাহ.) বলেন-
أَنّ ابْنَ مَسْعُودٍ، وَحُذَيْفَةَ، كَانَا يَنْهَيَانِ النّاسَ – أَوْ قَالَ -: يُجْلِسَانِ مَنْ رَأَيَاهُ يُصَلِّي قَبْلَ خُرُوجِ الْإِمَامِ يَوْمَ الْعِيدِ.
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) ও হুযায়ফা (রা.) ঈদের দিন ইমাম ঈদগাহে আসার আগে সকল মানুষকে নামায পড়তে নিষেধ করতেন। কিংবা কাউকে নামায পড়তে দেখলে বসিয়ে দিতেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৫৬০৬)
-কিতাবুল আছল ১/১৩৩; আলমুহীতুল বুরহানী ২/৪৯৭; আননাহরুল ফায়েক ১/৩৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৯০; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26710&preview=true