প্রশ্ন
আমরা ইসলামী বা অনৈসলামী বিভিন্ন ব্যাংকে টাকা রেখে থাকি। তো আমার জানার বিষয় হলো, এ সমস্ত ব্যাংকে টাকা রাখা কি জায়েয?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
যদি টাকা পয়সা সংরক্ষণের কোন নিরাপদ পথ না থাকে, তাহলে ব্যাংকে একাউন্ট খোলে টাকা রাখা জায়েজ আছে। তবে এক্ষেত্রে ইসলামী ব্যাংকগুলোতে একাউন্ট খুলতে হবে। যদিও বর্তমান বাংলাদেশে কোন ইসলামী ব্যাংকই পরিপূর্ণ শরীয়া আইন ফলো করে না, তবে অন্যান্য সুদভিত্তিক ব্যাংকগুলোর তুলনায় কিছুটা ভালো। তাই মন্দের ভালো হিসেবে একাউন্ট খুলা যাবে।
তবে চেষ্টা করতে হবে যেন কারেন্ট খোলা যায়। যদি তাতে সক্ষম না হোন, তাহলে অন্য একাউন্টও খোলা যাবে। তবে প্রতি বছর টাকার বিনিময়ে যে লভ্যাংশ ব্যাংক প্রদান করবে, তা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। কেননা এগুলো হলো সুদের টাকা। আর সুদের টাকা সুস্পষ্ট হারাম। তাই এই টাকা হিসাব করে সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে।
আল্লাহ তাআলা কুরআনে বলেন-
فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ [٢:١٧٣
অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। (সূরা বাকারা, আয়াত: ১৭৩)
-ই’লাউস সুনান ১৪/৪১৩-৪১৪; রদ্দুল মুহতার ৯/৫৫৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26684&preview=true