প্রশ্ন
ইমাম সাহেব মুসল্লিদেরকে কাতার সোজা করার কথা কি ইকামতের আগে বলবে নাকি ইকামতের পরে বলবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ইকামতের পরে বলবে। কিন্তু ইকামতরত অবস্থায় বলবে না।
عَنْ سِمَاكٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَوِّي صُفُوفَنَا إِذَا قُمْنَا لِلصَّلَاةِ فَإِذَا اسْتَوَيْنَا كَبَّرَ
সিমাক সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নু’মান ইবনু বশীর (রা.)-কে বলতে শুনেছি, আমরা সলাতের জন্য দাঁড়ালে রাসূলুল্লাহ (সা.) আমাদের কাতারসমূহ সোজা করে দিতেন। অতঃপর আমরা সমান্তরালভাবে দাঁড়িয়ে গেলে তিনি তাকবীর বলতেন।(সুনানে আবূ দাউদ, হাদিস: ৬৬৫)
-ই’লাউস সুনান ৪/২১২; আল মুগনী ১/২৭৫; ফাইযুল বারী ২/২৩৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26680&preview=true