প্রশ্ন
আমি একজনের কাছে শুনেছি যে, ইমাম বা মুসল্লি ঈদের নামাযের খুতবায় তাকবীরে তাশরীক বলতে পারবে না। আমি জানতে চাচ্ছি, এ ব্যাপারে শরীয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঐ ব্যক্তির কথা সঠিক নয়। বরং ঈদের নামাযের খুতবায় তাকবীরে তাশরীক বলা ইমাম সাহেবের জন্য মুস্তাহাব।
আদ দুররুল মুখতার গ্রন্থে আছে,
ويبدأ بالتكبير فى خطبة العيدين، ويستحب ان يستفتح الأولى بتسع تكبيرات، تترى أى المتتابعات، والثانية بسبع هو السنة، وان يكبر قبل نزوله من المنبر اربع عشرة الخ (الدر المختار مع رد المحتار، -3/58
প্রথম খুতবার শুরুতে ৯ বার ও দ্বিতীয় খুতবার শুরুতে ৭ বার এবং দ্বিতীয় খুতবার শেষে লাগাতার ১৪ বার তাকবীরে তাশরীক বলা ইমাম সাহেবের জন্য বলা মুস্তাহাব। (আদ দুররুল মুখতার ৩/৫৮)
অবশ্য না বললেও কোন সমস্যা নেই। তবে মুসল্লিরা তাকবীরে তাশরীক খুতবার সময় পড়বে না। মনযোগ সহকারে খুতবা শ্রবণ করবে।
-ফাতাওয়া হিন্দিয়া ১/১৫০; আল বাহরুর রায়েক ২/২৮৩; মারাক্বিল ফালাহ ৫৩৫; মাজমাউল আনহুর ১/২৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26678&preview=true