প্রশ্ন
মাসবুক ব্যক্তি যদি চার রাকাত নামাজের শেষ দুই রাকাত এবং শেষ বৈঠক সম্পুর্ন পায় তাহলে জামাতের শেষ বৈঠকে তার জন্য তাশাহুদ এর সাথে দরুদ শরিফ ও দুআ মাসূরা পড়া কি জরুরি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মাসবুক ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে। আর তাশাহহুদ পড়ার সময় ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে। যেন তা ইমামের সালাম ফিরানো পর্যন্ত দীর্ঘায়িত হয়।
তবে কোনো কোনো ফকীহের মতে মাসবুকের জন্য তাশাহহুদের সাথে দরূদ ও দুআ মাসূরাও পড়ার অবকাশ আছে। তাই কেউ পড়ে ফেললে তাতে সমস্যা হবে না।
-আলমাবসূত, সারাখসী ১/৩৫; আলবাহরুর রায়েক ১/৩২৮; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫; ফাতাওয়া খানিয়া ১/১০৩-১০৪; রদ্দুল মুহতার ১/৫১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26675&preview=true