প্রশ্ন
আমার মাথা থেকে অনেক চুল পড়ে। চুল পড়তে পড়তে এখন মাথার সামনের ভাগ প্রায় খালি হয়ে গেছে। মাথার দুই পাশ এবং পিছনের চুল খুবই পাতলা হয়ে গেছে। একারণে আমার স্বামী এখন আমাকে পছন্দ করে না। এখন আমি কি নকল চুল ব্যবহার করতে পারব? নকল চুল ব্যবহার করলে কি আমার গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে কৃত্রিম চুল অথবা কোনো পশুর (শূকর ছাড়া) পশম পরচুলা হিসাবে ব্যবহার করা জায়েয হবে। এতে আপনার কোনো গুনাহ হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন-
لَا بَأْسَ بِالْوِصَالِ إِذَا كَانَ صُوفًا.
পশম দিয়ে তৈরি পরচুলা ব্যবহার করতে সমস্যা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২৫৭৪৩)
তবে কোনো মানুষের চুল পরচুলা হিসাবেও ব্যবহার করা বৈধ নয়। হাদিস শরিফে এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী কারীম (সা.) বলেন-
لَعَنَ اللهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ.
আল্লাহ তাআলা লানত করেন ঐ নারীর প্রতি, যে (অন্য নারীকে) চুল লাগিয়ে দেয় এবং যে নারী নিজেও চুল লাগায়। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৩৩)
-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ (রাহ.), বর্ণনা ৮৯৫; বাদায়েউস সানায়ে ৪/৩০২; আলমুহীতুল বুরহানী ৮/৮৭; রদ্দুল মুহতার ৬/৩৭২; বাযলুল মাজহুদ ১২/২০১; আলইখতিয়ার ৪/১৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26661&preview=true