প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, . ফজর ও মাগরিবের ফরজ সালাতের পর ‘আল্লাহুম্মা আজিরনী মিনান্নার’ এই দু্আ ৭ বার পড়ার বিষয়টি কি হাদিসে আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জ্বি, এটা হাদিসে বর্ণিত দুআ। হাদিস শরিফে বর্ণিত আছে,
عن النبي صلى الله عليه وسلم ، قال : ” إذا صليتَ الصبح فقل قبل أن تكلم أحداً من الناس ” اللهم أجرني من النار سبع مرات ” فإنك إن متَّ مِن يومك ذلك كتب الله لك جواراً مِن النار ، وإذا صليت المغرب فقل قبل أن تكلم أحداً من الناس اللهم إني أسألك الجنة ، اللهم أجرني من النار” سبع مرات فإنك إن متَّ مِن ليلتك كتب الله عز وجل لك جواراً مِن النَّار
রাসুলুল্লহ সা. বলেছেন- যখন তুমি ফজরের নামাজ পড়ে শেষ করবে তখন কারো সাথে কথা বলার আগে যদি সাতবার বলো اللهم اجرني من النار তাহলে ওই দিন যদি তুমি মারা যাও তাহলে আল্লাহ তা’আলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন।
যখন তুমি মাগরিবের নামাজ পড়ে শেষ করবে তখন কারো সাথে কথা বলার আগে যদি সাতবার বলো৷اللهم إني أسألك الجنة ، اللهم أجرني من النار” তাহলে ওই রাতে যদি তুমি মারা যাও তাহলে আল্লাহ তা’আলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন। (সুনানে আবু দাউদ, হাদিস;৫০৭৯; মুসনাদে আহমাদ, হাদিস:১৭৩৬২)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26633/article-details.html