প্রশ্ন
আমি গত বছর হজ্ব আদায় করেছি। সূর্যাস্তের পর মুযদালিফায় অবস্থানকালে কতগুলো কালো পিঁপড়া আমার পায়ে কামড় দেয়। তখন আমি সেই পিঁপড়াগুলোকে মেরে ফেলি। তো ইহরাম অবস্থায় পিঁপড়া মেরে ফেলার কারণে কি আমার উপর কোনো দম ওয়াজিব হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
উক্ত পিঁপড়াগুলো যেহেতু কামড়ায়, তাই মেরে ফেলা অন্যায় হয়নি এবং ইহরাম অবস্থায় মেরে ফেলার দ্বারা কোনো জরিমানাও ওয়াজিব হয়নি। লাইস (রাহ.) থেকে বর্ণিত-
رَأَى مُجَاهِدًا، وَهُوَ بِعَرَفَةَ لَسَعَتْهُ نَمْلَةٌ فِي صَدْرِهِ فَحَدَبَهَا حَتّى قَطَعَ رَأْسَهَا فِي صَدْرِهِ.
তিনি মুজাহিদ (রাহ.)-কে আরাফার ময়দানে দেখেছেন- একটি পিঁপড়া তার বুকে কামড় দেওয়ার পর তা ধরে মেরে ফেলেন। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা: ৮৪৩৪)
-আলজামেউস সাগীর, পৃ. ১৫৩; আলবাহরুল আমীক ২/৯০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫৫৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৮৪; গুনইয়াতুন নাসিক, পৃ. ২৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26618/article-details.html