প্রশ্ন
আমি আমার একটি শুভ কাজের জন্যে এক দিন এক রাত ইতিকাফ করার মান্নত করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার কাজটি সম্পন্ন হয়েছে। তারপর আমি মান্নত আদায় করার জন্য মসজিদে চলে যাই। যোহরের সময় এক লোক আমাকে ইতিকাফের কথা জিজ্ঞাসা করে বললেন, আপনি কি রোজা রেখেছেন? উত্তরে আমি বললাম, না। তখন তিনি বললেন, মান্নতের ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। এখন আমি জানতে চাচ্ছি যে, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে? মান্নতের ইতিকাফের জন্য কি রোযা রাখা আবশ্যক?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, ঐ ব্যক্তির কথা সঠিক। মান্নতের ইতিকাফের জন্য রোযা রাখা আবশ্যক। রোযা না রেখে শুধু মসজিদে অবস্থানের দ্বারা মান্নতের ইতিকাফ আদায় হবে না। হযরত আলী (রা.) ও আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন-
لَيْسَ عَلَيْهِ صَوْمٌ، إِلاّ أَنْ يَفْرِضَهُ هُوَ عَلَى نَفْسِهِ.
অর্থাৎ ইতিকাফকারী যদি নিজের উপর ইতিকাফকে আবশ্যক করে নেয় তাহলে তার উপর রোযা রাখা আবশ্যক। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৯৭১৩)
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার করণীয় হল, কোনো একদিন সূর্যাস্তের আগে ইতিকাফের নিয়তে মসজিদে চলে যাবেন এবং পরবর্তী দিন রোযা রাখবেন এবং ইফতার পর্যন্ত মসজিদে অবস্থান করবেন।
-কিতাবুল আছল ২/১৮৩, ১৯৬; আলবাহরুর রায়েক ২/৩০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪৪৩; আততাজনীস ওয়াল মাযীদ ২/৪৪৩; মাজমাউল আনহুর ১/৩৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26616&preview=true