প্রশ্ন
আমাদের এলাকায় একজন লোক আত্মহত্যা করে। লোকটি খুব ভালো ছিল। পারিবারিক ঝামেলা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। তাই আমাদের মসজিদের ইমাম সাহেব তার জানাযা পড়তে রাজি হয়নি। এবং এলাকার লোকজনও তার জানাযা পড়তে রাজি হয়নি। অবশেষে তার পরিবারের লোকজন একজন লোককে ইমাম বানিয়ে জানাযার নামায পড়ে তাকে দাফন করে। হযরতের কাছে জানতে চাচ্ছি, আত্মহত্যাকারীর জানাযার নামায পড়া কি নাজায়েয?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
আত্মহত্যা করা হারাম ও কবীরা গুনাহ। তবে কোনো মুসলমান আত্মহত্যা করলেও তার জানাযা পড়তে হবে। ইমরান (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন-
سَأَلْتُ إبْرَاهِيمَ النّخَعِيّ عَنْ إنْسَانٍ قَتَلَ نَفْسَهُ أَيُصَلّى عَلَيْهِ؟ قَالَ : نَعَمْ، إنّمَا الصَّلاَةُ سُنّةٌ.
আমি ইবরাহীম নাখায়ী (রাহ.)-কে প্রশ্ন করলাম, আত্মহত্যাকারীর জানাযা কি পড়া হবে?
তিনি বললেন, হাঁ, পড়া হবে, আর এটাই নিয়ম। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ১১৯৯০)
তবে যেহেতু প্রকাশ্যে কবীরা গুনাহের মাধ্যমে মারা গেছে, তাই তার জানাযায় সমাজের গণ্যমান্য ও দ্বীনী বড় ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করবেন না। যাতে অন্যরা এ থেকে শিক্ষা গ্রহণ করে।
– তাবয়ীনুল হাকায়েক ১/৫৯৭; আলমুহীতুল বুরহানী ৩/৮৩; মুখতাসারু ইখতিলাফিল উলামা ১/৩৯৯; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৩২; খুলাসাতুল ফাতাওয়া ১/২১৭; মারাকিল ফালাহ, পৃ. ৩৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26614/article-details.html