প্রশ্ন
মৃত ব্যক্তির কোন কোন অঙ্গে সুগন্ধি লাগাবে? কাফনের কাপড়ে সুগন্ধি লাগাবে কি? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
মৃত ব্যক্তিকে গোসল দেয়ার পর তাকে কাফনের উপর রেখে তার মাথা এবং দাড়িতে সুগন্ধি লাগাবে। তদ্রুপ যেসব অঙ্গ দ্বারা সিজদা করা হয় অর্থাৎ কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাতায়ও সুগন্ধি লাগাবে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
يُوضَعُ الْكَافُورُ عَلَى مَوْضِعِ سُجُودِ الْمَيِّتِ.
অর্থাৎ মৃত ব্যক্তির সিজদার অঙ্গসমূহে ‘كَافُور’ (বিশেষ সুগন্ধি) লাগাবে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ১১১৩৩)
ইবনে জুরাইজ (রাহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আতা ইবনে আবী রাবাহকে জিজ্ঞাসা করলাম-
أَيّ الْحِنَاطِ أَحَبّ إِلَيْكَ؟ قَالَ: الْكَافُورُ.
কোন্ সুগন্ধি আপনার কাছে অধিক প্রিয়? তিনি বললেন, কাফুর (বিশেষ সুগন্ধি)। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা: ৬১৪৬)
আল্লামা ইবনে মানযুর (রাহ.) বলেন, আতা (রাহ.)-এর উপরোক্ত বক্তব্য প্রমাণ করে, প্রত্যেক বস্তু, যা মৃতের জন্য সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় যেমন, যারিরাহ (সুগন্ধিবিশেষ), মেশক, আনবর, কাফুর ইত্যাদি সবই হানুতের অন্তর্ভুক্ত। (লিসানুল আরব ৩/৩৬০)
কাফনের কাপড়ের উপর সুগন্ধি লাগানোর কথা হাদিস-আসারে পাওয়া যায় না। তাই এ থেকে বিরত থাকবে।
-কিতাবুল আছল ১/৩৪৮; বাদায়েউস সানায়ে ২/৪০; আদ্দুররুল মুখতার ২/১৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬১; শরহু মুখতাসারিত তাহাবী ২/১৯১; আলমাদখাল, ইবনুল হাজ¦ ৩/২৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26613&preview=true