প্রশ্ন
গাড়ি থেকে তাড়াহুড়া করে নামার সময় পড়ে গিয়ে আমার ডান পা মচকে যায়। এখন দাঁড়িয়ে নামায পড়তে গেলে বা মাটিতে সিজদা করতে গেলে পায়ে প্রচন্ড ব্যথা লাগে। এক্ষেত্রে কি আমার বসে নামায পড়ার সুযোগ আছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নের বর্ণনা অনুযায়ী দাঁড়িয়ে নামায পড়লে বা স্বাভাবিক নিয়মে মাটিতে সিজদা করলে যেহেতু আপনার পায়ে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, তাই এ অবস্থায় আপনি যেভাবে বসা সহজ হয় সেভাবে বসে, ইশারায়, রুকু সিজদা করে নামায পড়তে পারবেন। তবে জমিনে বসতে পারলে চেয়ারে বসা জায়েয হবে না। আর ইশারায় সিজদা করলে সিজদার সময় রুকুর চেয়ে একটু বেশি ঝুঁকতে হবে। ইমরান বিন হুসাইন (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
كَانَتْ بِي بَوَاسِيرُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ، فَقَالَ: صَلِّ قَائِمًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ.
আমি অর্শরোগে ভুগছিলাম। তাই রাসূল (সা.)-কে কীভাবে নামায পড়ব- এব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূল (সা.) বলেন, দাঁড়িয়ে নামায পড়, না পারলে বসে নামায পড়। তাও না পারলে কাত হয়ে শুয়ে নামায পড়। (সহিহ বুখারি, হাদিস: ১১১৭)
-কিতাবুল আছল ১/১৮৭ তাবয়ীনুল হাকায়েক ১/৪৮৭; ফাতহুল কাদীর ১/৪৫৭; তুহফাতুল ফুকাহা ১/১৮৯; আলহাবিল কুদসী ১/২২৫; আদ্দুররুল মুখতার ২/৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26602&preview=true