প্রশ্ন
আমি একজন মুআযযিন। সবসময় ওযুসহ আযান দেওয়ার চেষ্টা করি। তবে মাঝে মাঝেই ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরী হয়ে যায়। তাই প্রায় সময়ই ওযু ছাড়া আযান দেই। তো ওযু ছাড়া আযান দিলে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, ওযু ছাড়া আযান দিলে গুনাহ হবে না। তবে ওযুসহ আযান দেওয়া উত্তম। হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-
لَا يُنَادِي بِالصَّلَاةِ إِلَّا مُتَوَضِّئٌ.
ওযুকারী ব্যক্তিই যেন আযান দেয়। (জামে তিরমিযী, বর্ণনা: ২০১)
তাবেয়ী আতা (রাহ.) থেকে বর্ণিত-
عن عطاء، أَنَّهُ كَرِهَ أَنْ يُؤَذِّنَ الرَّجُلُ، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ.
তিনি ওযু ছাড়া আযান দেওয়াকে অপছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২২০৯)
সুতরাং ওযু ছাড়া আযান দিলে পুনরায় ওযু করে আযান দিতে হবে না। ইবরাহীম নাখায়ী (রাহ.) বলেন-
لاَ بَأْسَ أَنْ يُؤَذِّنَ عَلَى غَيْرِ وُضُوءٍ.
ওযু ছাড়া আযান দিতে অসুবিধা নেই। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২২০২)
-কিতাবুল আছল ১/১১০; শরহুল জামিইস সাগীর, সাদরুশ শহীদ পৃ. ১৪২; আলমাবসূত, সারাখসী ১/১৩১; আদ্দুররুল মুখতার ১/৩৯২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮; আলগায়া শরহুল হেদায়াহ, সারুজী ২/২৪২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26592&preview=true