প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেককেই দেখা যায় হাতের ইশারা কিংবা মাথা নেড়ে সালামের জবাব দেয়। এভাবে সালামের জবাব দেওয়া জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
শুধু ইশারায় সালাম দেওয়া বা ইশারায় জবাব দেওয়া জায়েজ নেই। এটি ইহুদী ও খৃষ্টানদের পদ্ধতি। হাদিস শরিফে এটা নিষেধ করা হয়েছে,
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا لاَ تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلاَ بِالنَّصَارَى فَإِنَّ تَسْلِيمَ الْيَهُودِ الإِشَارَةُ بِالأَصَابِعِ وَتَسْلِيمَ النَّصَارَى الإِشَارَةُ بِالأَكُفِّ “
আমর ইবনে শুআয়ব তাঁর পিতা, তাঁর পিতামহ (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন- যে ব্যক্তি আমাদের ছাড়া বিজাতীয়দের অনুসরণ করে সে আমার উম্মত নয়। তোমরা ইয়হূদ ও নাসারার অনুকরণ করবে না। ইয়াহুদীদের সালাম হল অঙ্গুলির ইশারা করা আর নাসারার সালাম হল হাতের তালুর ইশারা করা। (আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী (রহ.) (জামে’ তিরমিযী) হাদিস: ২৬৯৫)
তবে যাকে সালাম দেয়া হচ্ছে বা সালামের উত্তর দেওয়া হচ্ছে, সে যদি দূরে থাকে বা বধির হয়, তাহলে সালাম শব্দের উচ্চারণসহ হাত দিয়ে ইশারা করা জায়েয, তবে শুধু ইশারা করা জায়েয নয়।
-উমদাতুল ক্বারী ২২/২৩০; তাফসীরে ক্বুরতুবী ৫/৩০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26582&preview=true