প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে খোলা তালাক হয়ে যায় তাহলে তার ইদ্দত পার হয়ে গেলে তারা কি পুনরায় বিবাহ করতে পারবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
স্বাভাবিক অবস্থায় খোলা তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয়। হাদিস শরিফে এসেছে,
عن ابن عباس أن النبي صلي الله عليه و سلم جعل الخلع تطليقة بائنة
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, রাসূল (সা.) খোলা তালাককে এক তালাকে বায়েন হিসেবে গণ্য করেছেন। (সুনানে দারাকুতনী, হাদিস: ৪০২৫)
তবে খোলা তালাকের নোটিশে যদি একাধিক তালাকের কথা উল্লেখ থাকে তাহলে সেই
অনুযায়ী তালাক পতিত হবে। অতএব তালাকের কাগজ দেখার পর আমরা বলতে পারব উক্ত স্বামী-স্ত্রী পুনরায় সংসার করতে পারবে কিনা।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26552&preview=true