প্রশ্ন
আমাদের মসজিদে মাঝে মাঝে মুসল্লীদের সামনে সুতরা হিসাবে পড়ার ছোট টেবিল রাখা হয়। আর এই টেবিলগুলো ১৩/১৪ ইঞ্চি উঁচু । এই টেবলগুলো দিয়ে কি সুতরার কাজ হবে? না হলে সুতরার উচ্চতা কতটুকু হওয়া জরুরি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
সুতরা কমপক্ষে এক হাত লম্বা হতে হবে।যেহেতু টেবিলগুলোর উচ্চতা এক হাতের কম, তাই এগুলো সুতরার জন্য যথেষ্ট হবে না। কেননা হাদিস শরিফে এসেছে, আয়েশা (রা.) বর্ণনা করেন-
سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ سُتْرَةِ الْمُصَلِّي؟ فَقَالَ: مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ.
রাসূলুল্লাহ (সা.)-কে মুসল্লীর সুতরা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন, হাওদার (উটের পিঠের বিছানার) পিছনের কাঠের পরিমাণ। (সহিহ মুসলিম, বর্ণনা: ৫০০)
তাবেয়ী আতা (রাহ.) বলেন-
آخِرَةُ الرَّحْلِ ذِرَاعٌ فَمَا فَوْقَهُ.
হাওদার পিছনের কাঠ এক হাত বা তার চেয়ে কিছুটা লম্বা হয়ে থাকে। (সুনানে আবু দাউদ, বর্ণনা: ৬৮৬)।
-কিতাবুল আছল ১/১৬৯; রদ্দুল মুহতার ১/৬৩৬; বাদায়েউস সানায়ে ১/৫১০; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৮৭; আযযাখীরাতুল বুরহানিয়া ২/১৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26537&preview=true