প্রশ্ন
আমি অসুস্থতার কারণে মসজিদে যেতে পারি না; ঘরেই নামায পড়ি। আমার জানার বিষয় হল, ঘরে একাকী ফরয নামায পড়লে আযান-ইকামতের বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ঘরে একাকী ফরয নামায আদায় করলে ইকামত দেওয়া উত্তম। তাবেয়ী আতা (রাহ.) বলেন-
عَنْ عَطَاءٍ؛ فِي الرَّجُلِ يُصَلِّيْ فِيْ بَيْتِهِ عَلٰى غَيْرِ إِقَامَةٍ، قَالَ : إِنْ أَقَامَ فَهُوَ أَفضل، وَإِنْ لَمْ يَفْعَلْ أَجْزَأَهُ.
যদি ঘরে নামায আদায়কারী ইকামত দিয়ে নেয়, তবে তা উত্তম। আর যদি ইকামত না দেয়, তাও ঠিক আছে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২৩০১)
তবে এক্ষেত্রে আযান দিতে হবে না; বরং এলাকার মসজিদের আযানই যথেষ্ট। তাবেয়ী ইকরিমা (রাহ.) বলেন-
إذَا صَلَّيْت فِي مَنْزِلِكَ أَجْزَأَك مُؤَذِّنُ الْحَيِّ.
ঘরে নামায আদায় করলে মহল্লার মুআযযিনের আযানই যথেষ্ট। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা: ২৩০৫)
-আলমাবসূত, সারাখসী ১/১৩৩; কিতাবুল আছল ১/১১১; তাবয়ীনুল হাকায়েক ১/২৫১; বাদায়েউস সানায়ে ১/৩৭৭; রদ্দুল মুহতার ১/৩৯৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26523/article-details.html