প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি প্রায় সময় পেশাব করার পর শুধু টিস্যু ব্যবহারেই ক্ষ্যান্ত থাকি। পানি ব্যবহার করি না। তো আমার জানার বিষয় হলো, পেশাব করার পর পানি ব্যবহার না করে শুধু টিস্যু ব্যবহার করলে কি পবিত্রতা অর্জন হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
টিসু দ্বারা পুরোপুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন হলে টিসু ব্যবহার করার পর পানি ব্যবহার করা জরুরী নয়। তবে প্রথমে ঢিলা বা টিসু ব্যবহার করে এরপর পানি ব্যবহার করা উত্তম। কেউ যদি টিসু ব্যবহার করার পর পানি ব্যবহার না করে তাহলে তার কোন গুনাহ হবে না। (ফাতহুল কাদীর ১/১৮৯)
তবে উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীদের ব্যপারে আল্লাহ তাআলা প্রশংসা করে পবিত্র কুরআনে বলেন-
فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ
সেখানে এমন কিছু লোক রয়েছে, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন। (সূরা তাওবা, আয়াত: ১০৮)
কাযী ইয়ায (রাহ.) বলেন-
إن الاستنجاء بالماء أفضل من الاقتصار على الأحجار، وهو مذهب الأنصار، وبه أثنى الله عليهم بالطهارة وأنه يحب المتطهرين
শুধু ঢিলা ব্যবহারে সীমাবদ্ধ না থেকে ঢিলার পর পানি ব্যবহার করা উত্তম। এটাই আনসারী সাহাবীগণের মাযহাব। আর এ কারণেই আল্লাহ তাআলা কুবাবাসীর প্রশংসা করেছেন এবং বলেছেন, তিনি অধিকতর পবিত্রতা অর্জনকারী লোকদের পছন্দ করেন। (ইকমালুল মু‘লিম ২/৭৮)
সুতরাং সম্ভব হলে ঢিলা/টিসু এবং পানি; উভয়টাই ব্যবহার করা উচিত।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26505&preview=true