প্রশ্ন
মেয়েরা নাক-কানে অলংকার পড়ে থাকে। এজন্য তাদের নাক-কান ফুঁড়াতে হয়। তো একজন বলল, মেয়েদের নাক-কান ফোঁড়ানো নাকি জায়েয নেই। ওই লোকের কথা কি ঠিক আছে? এব্যাপারে শরীয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ব্যক্তির কথা ঠিক নয়। অলংকার ব্যবহারের জন্য মেয়েদের নাক-কান ফোঁড়ানো জায়েয আছে। নারী সাহাবীগণ কানে অলংকার পরিধান করতেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন-
خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عِيدٍ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ مَالَ عَلَى النِّسَاءِ، وَمَعَهُ بِلاَلٌ فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ المَرْأَةُ تُلْقِي القُلْبَ وَالخُرْصَ.
নবীজী (সা.) ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামায পড়লেন। আগে-পরে কোনো নামায পড়লেন না। অতঃপর বিলাল (রা.)-কে সাথে নিয়ে মহিলাদের কাছে গেলেন। তাদেরকে উপদেশবাণী শোনালেন এবং সদকা করার নির্দেশ দিলেন। তখন মহিলারা তাদের কানের দুল এবং হাতের কংকন খুলে দিতে লাগলেন। (সহিহ বুখারি, হাদিস: ১৪৩১)
ফকীহগণ বলেছেন, এই হাদিস দ্বারা মহিলাদের নাক ফোঁড়ানো জায়েয হওয়ার বিষয়টিও প্রমাণিত হয়।
-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৫৭; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৭১; আলহাবিল কুদসী ২/৩২৩; আদ্দুররুল মুখতার ৬/৪২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26501&preview=true