প্রশ্ন
বাচ্চা জন্মের কয়েকদিন পরে মারা গেলে তার কাফনের শরীয়তসম্মত পদ্ধতি কী হবে? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ছোট্ট শিশু মারা গেলে তাকে বড়দের মত তিন কাপড়েই কাফন দেওয়া উত্তম। তবে দুটি কাপড়ে এমনকি প্রয়োজনে একটি কাপড়েও কাফন দেওয়া যাবে।
-আলমাবসূত, সারাখসী ২/৭৩; কিতাবুল আছল ১/৩৪৬; মাজমাউল আনহুর ১/২৬৮; ফাতাওয়া খানিয়া ১/১৮৯; রদ্দুল মুহতার ২/২০৪; আযযিয়াউল মা‘নাবী ২/৪৭৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/26485/article-details.html