প্রশ্ন
সকালে আমার ঘুম ভাঙার পর দেখি ফজরের ওয়াক্তের আর অল্প সময় বাকি আছে। এই সময়ে ওযু করতে গেলে নামায কাযা হয়ে যাবে। তাই আমি নামায কাযা হয়ে যাওয়ার আশঙ্কায় তায়াম্মুম করে ফজরের নামায আদায় করে নিই। হযরতের কাছে জানতে চাই, এভাবে তায়াম্মুম করে নামায আদায় করা কি সঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার তায়াম্মুম করা সহিহ হয়নি। কেননা পানির ব্যবস্থা থাকলে এবং পানি ব্যবহারে কোনো ওযর না থাকলে ওযু করতে গেলে নামায কাযা হয়ে যাওয়ার আশংকা থাকলেও ওযু করাই জরুরি। তায়াম্মুম করলে তায়াম্মুম সহিহ হয় না। সুতরাং উক্ত তায়াম্মুম দ্বারা আদায়কৃত নামায সহিহ হয়নি। তাই পুনরায় তা আদায় করতে হবে। উল্লেখ্য, জানাযা ও ঈদের নামাযের হুকুম এর থেকে ভিন্ন। উক্ত দুই নামাযে কখনো যদি এমন হয় যে, ওযু করতে গেলে জামাত ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে তায়াম্মুম করা সহিহ আছে।
-বাদায়েউস সানায়ে ১/১৮৪; কিতাবুল আছল ১/১০৫; আলমুহীতুর রাযাবী ১/১৬৬; খুলাসাতুল ফাতাওয়া ১/৩১; ফাতাওয়া হিন্দিয়া ১/২৭; ফাতাওয়া খানিয়া ১/৫৪; রদ্দুল মুহতার ১/২৪৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26485&preview=true