প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের মসজিদের ইমামা সাহেব গতকাল মাগরিবের নামাযে প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে যান। পরে মুসল্লিদের লোকমা শুনে বৈঠকে ফিরে আসেন। তারপর সাহু সিজদা দিয়ে নামায শেষ করেন। নামায শেষে একজন বলল দাঁড়ানো থেকে ফিরে এসে বৈঠকে বসার কারণে নামাজ নষ্ট হয়ে গেছে। তাই ইমাম সাহেব দ্বিতীয়বার নামাজ পড়ান। তো প্রথমবার নামাজ কি হয়নি? না হলে কেন? আর দ্বিতীয়বার নামাজ পড়া কি ঠিক হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
তিন বা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম বৈঠক করা ওয়াজিব, অপরদিকে কিয়াম (দাঁড়ানো) ফরজ। নামাজে কোন ব্যক্তি যদি ভুলে ওয়াজিব ছেড়ে দিয়ে ফরজ শুরু করে দেয়, তখন আর ওয়াজিব আদায় করার জন্য ফিরে আসবে না, অথচ আপনাদের ইমাম সাহেব ভুলে যখন ওয়াজিব ছেড়ে দিয়ে ফরজ রোকন শুরু করে ছিল তাই তার জন্য ওয়াজিবের দিকে ফিরে আসা জায়েজ ছিল না। তারপরও সে যেহেতু ফরজকে ত্যাগ করে ওয়াজিবের দিকে প্রত্যাবর্তন করেছেন, তাই তার নামাজ ফাসেদ হয়ে গেছে । আর আপনাদের দ্বিতীয় নামাজ পড়ে নেয়াও সঠিক হয়েছে।
সুত্র
وَيَجِبُ إذَا قَعَدَ فِيمَا يُقَامُ أَوْ قَامَ فِيمَا يُجْلَسُ فِيهِ وَهُوَ إمَامٌ أَوْ مُنْفَرِدٌ أَرَادَ بِالْقِيَامِ إذَا اسْتَتَمَّ قَائِمًا أَوْ كَانَ إلَى الْقِيَامِ أَقْرَبَ فَإِنَّهُ لَا يَعُودُ إلَى الْقَعْدَةِ، هَكَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ وَسَجَدَ لِلسَّهْوِ، وَلَوْ عَادَ إلَى الْقُعُودِ تَفْسُدُ صَلَاتُهُ عَلَى الصَّحِيحِ، كَذَا فِي التَّبْيِينِ. ( الفتوى الهندية- 127\1)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26457&preview=true