প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়া ইউনুস খতম কি হাদিস সম্মত? এটা পড়ে কি দুআ করা যাবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
জ্বী, এটা পড়ে দুআ করা যাবে। এটা জায়েয আছে।
মূলতঃ দুআয়ে ইউনুস হল নবীর দুআ, যা কুরআনে কারীমে বর্ণিত হয়েছে।
{وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87) [الأنبياء: 88]
এবং মাছওয়ালার কথা স্মরণ করুন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধৃত করতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহবান করলেনঃ তুমি ব্যতীত কোন উপাস্য নেই; তুমি পবিত্র আমি গুনাহগার।(সূরা আম্বিয়া, আয়াত:৮৮)
এ দুআয় একসাথে তাওহীদের ঘোষণা, তাসবীহ, তাওবা, রুজু ইলাল্লাহ, ইনাবত এ সবগুলো রয়েছে। নিজেদেরকে আল্লাহর হাওয়ালা করার জন্য, নিজেদের সমস্যা, প্রয়োজন আল্লাহর কাছে পেশ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য অনেক ফলপ্রসূ দুআ এটি।
এ অযীফার শব্দ তো কুরআন-হাদীসে বর্ণিত হয়েছে কিন্তু সংখ্যা ও পদ্ধতি উল্লেখ নেই; বরং এক্ষেত্রে বিভিন্ন জায়েয পন্থা থেকে অভিজ্ঞতার ভিত্তিতে একটি পন্থা গ্রহণ করা হয়েছে। সে সংখ্যা বা পদ্ধতি সুন্নত নয়, মুস্তাহাবও নয়; মুবাহ মাত্র। আমাদের উদ্দেশ্য হল, আল্লাহর দিকে রুজু করা এবং তাঁর কাছে নিজেদের সমস্যা ও প্রয়োজনগুলো পেশ করা।
অতএব,এই মূলনীতি বুঝে থাকলে দুআয়ে ইউনুস ৪১ বার এবং সোয়া লক্ষ বার পড়ার যে ওযীফা বা আমল প্রচলিত আছে তা করতে কোনই অসুবিধে নেই, এটা বৈধ আছে আর দুআয়ে ইউনুস তো অবশ্যই কুরআনে বর্ণিত দোয়া।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26405&preview=true