প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। একদিন আমার এক হিন্দু সহপাঠী মজা করে বলল যে, আমি তোমার বিয়ের জন্য দোয়া করব । তখন আমি তাকে বললাম যে, করো। কিন্তু সে মূলত ঠাট্টা করেই এই কথা বলেছে, প্রকৃতপক্ষে সে দুয়া করবে না। এখন সে দোয়া করতে চাওয়ার পরে তাকে দোয়া করতে বলাটা কি আমার শিরক হলো?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কাফেরদের দোয়ার ক্ষেত্রে বিধান হলা, কুরআনের আয়াত “وما دعاء الکفرین الا فی ضلل” থেকে স্পষ্টতই বোঝা যায় যে, কাফেদের দোয়া কবুল হয় না, কিন্তু ইবলিসের ঘটনা এবং পূর্বোক্ত আয়াত থেকে তাদের দোয়া কবুলের ব্যাপারে অপত্তি উত্থাপিত হয়। এর সমাধান হলো, দুনিয়াতে কাফেরের দোয়াও কবুল হতে পারে। ইবলীসের মতো চুড়ান্ত অবিশ্বাসীর দুআও কবুল করা হয়েছে। কিন্তু আখেরাতে ব্যাপারে কাফেরের দোয়া কবুল হবে না এবং উপরোক্ত আয়াত “وما دعاء الکفرین الا فی ضلل” আখেরাতের সাথে সম্পর্কিত। দুনিয়াবী বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই।”
(سورہ اعراف، جلد:3، صفحہ:528، مکتبہ معارف القرآن)
কানজুল উম্মাল গ্রন্থে আছে-
“إن الكافر ليدعو الله عز وجل في حاجته، فتقضى له وإن المؤمن ليدعوا الله تعالى، فتبطئ عليه الإجابة، “فتضج –٢”” الملائكة لذلك. فيقول الله تعالى: إنما أجبت الكافر، لئلا يدعوني، ولا يذكرني فإني أبغضه، وأبغض صوته، وأبطئ للمؤمن، لئلا ينقطع عني، ويذكرني فإني أحبه، وأحب تضرعه”. “الخليلي عن جابر”.
অবিশ্বাসী ব্যক্তি যখন তার (জাগতিক) প্রয়োজনে মহান আল্লাহকে ডাকে তখন আল্লাহ তায়ালা তার প্রয়োজন পুরণ করে দেন। এবং মুমিন যখন আল্লাহ তায়ালাকে ডাকে, তখন তিনি ডাকে সাড়া দিতে বিলম্ব করেন। ফেরেশতা (জিবরাইল আ.) তখন আল্লাহ তায়ালাকে এর কারণ জিজ্ঞেস করলে আল্লাহ বলেন: আমি অবিশ্বাসীর ডাকে (দ্রুত) সাড়া দিই যেন সে আমাকে আর না ডাকে, আমাকে স্মরণ না করে। আমি তার ডাকে রাগান্মিত হই। আর আমি মুমিনের ডাকে বিলম্বে সাড়া দিই যেন, সে আমাকে ডাকা বন্ধ না করে। আমাকে ডাকতে থাকে। আমি তাকে মুহাব্বত করি। তার অনুনয়-বিনয়কে আমি বড় ভালোবাসি। (হাদিস: ৩২৬২, আলমাকতাবাতুশ শামিলা অনলাইন ভার্সন)
উপরোক্ত ব্যাখ্যার আলোকে আমরা বলতে পারি (আল্লাহই ভালো জানেন) অমুসলিমের কাছে দোয়া চাওয়া নাজায়েজ নয়। তবে অনুত্তম। কেননা মুসলমানের দোয়ার জন্য অপর মুসলমানই যথেষ্ট। কাজেই পেছনে যা হয়েছে তো হয়েছেই। আগামীতে এব্যাপারে সর্তক থাকবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26392&preview=true