প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শরীরের বিভিন্ন অঙ্গের (যেমন- বুক, পিঠ ইত্যাদি) লোম কাটার ব্যাপারে ইসলামের কী বিধান? এটা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
বুক বা পিঠের লোম কাটা বা ফেলে দেয়া হারাম নয় তবে উত্তমও নয়। সুতরাং বেশি অসুবিধা হলে ফেলে দিতে পারেন।
وفي حلق شعر الصدر والظهر ترك الأدب (رد المحتار، كتاب الحظر والاباحة، فصل فى البيع-9/583)
অর্থাৎ,বুক ও পিঠের লোম ছাঁচা শিষ্টাচার পরিপন্থী। (রদ্দুল মুহতার ৯/৫৮৩)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=26379&preview=true